/anm-bengali/media/media_files/wxUni8ft02eEV6Y1mO5L.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মরসুমের প্রথম কলকাতা ডার্বি নিয়ে শেষমেশ কাটল জট। আগামী ২৬ জুলাই কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
প্রথমে ডার্বির নির্ধারিত দিন ছিল ১৯ জুলাই। তবে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়, ওইদিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে ম্যাচ পিছানোর সিদ্ধান্ত নেয় আইএফএ।
ডার্বির নিরাপত্তা নিয়ে একাধিকবার বৈঠক করেন নদীয়া জেলা পুলিশ, উত্তর ২৪ পরগণার জেলা ফুটবল সংস্থা এবং আইএফএ কর্তারা। এরপরই সিদ্ধান্ত হয়, ম্যাচ পিছিয়ে ২৬ জুলাই করা হবে, ভেনু পরিবর্তন না করেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/taVrQGJ9XjRV2w7GmJTD.jpeg)
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, “একই দিনে ভেনু বদল করে ডার্বি আয়োজন করা ছিল অত্যন্ত জটিল। তাই আমরা সময় নিয়েই ২৬ জুলাই ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, কম সময়ের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া যাবে না। সমর্থকদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ স্থির করেছি”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us