ইশান্তের দাপট, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাল দিল্লি ক্যাপিটালস

কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। সেটাই আর একবার প্রমাণ করলেন ইশান্ত শর্মা। তাঁর জাদুতেই গুজরাটের ঘরের মাঠে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বধ করে অক্সিজেন পেল দিল্লি ক্যাপিটালস।

author-image
Aniruddha Chakraborty
New Update
জগফব্দ

নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ১৩০ রানের পুঁজি নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে হারিয়ে দিলে দিল্লি ক্যাপিটালস। লিগ টেবিলের শীর্ষে থাকা দলকে তাদের ঘরের মাঠে পরাজিত করল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ডেভিড ওয়ার্নাররা। আহমেদাবাদ টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি দলনায়ক ডেভিড ওয়ার্নার। ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলে লড়াইয়ের রসদ সংগ্রহ করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ইশান্ত শর্মা শেষ ওভারে মাত্র ৬ রান খরচ করেন এবং রাহুল তেওয়াটিয়ার উইকেট তুলে নেন। গুজরাট ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্য়াচ জেতে দিল্লি।