/anm-bengali/media/media_files/YdF0F5vfYtpXzXBobTJc.jpg)
নিজস্ব সংবাদদাতা: ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে বৃহস্পতিবার বিপর্যস্ত হয়েছে চেলসি। চেলসিকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে চেলসির বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড ৪ টি গোল করে। অপরদিকে চেলসি মাত্র ১ টি গোল করে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন কেসেমিরো। ৬ মিনিটের মধ্যে তিনি গোলটি করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোল করেন অ্যান্টনি মার্শাল। হাফটাইমের ঠিক আগে তিনি এই গোলটি করেন। ম্যাচের তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস। ৭৩ মিনিটের মধ্যে তিনি এই গোলটি করেন। চতুর্থ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৭৮ মিনিটের মধ্যে তিনি এই গোলটি করেন। ম্যাচের একদম শেষে চেলসির হয়ে ১ টি গোল করেন জোয়াও ফেলিক্স।
#BREAKING Manchester United qualify for next season's Champions League pic.twitter.com/gTBDSkI1gQ
— AFP News Agency (@AFP) May 25, 2023