স্কুল চালু করলেন দীপিকা পাড়ুকোন!

বিশেষ মানুষকে উৎসর্গ করলেন স্কুল।

author-image
Anusmita Bhattacharya
New Update
deepika

নিজস্ব সংবাদদাতা: বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে ব্যাডমিন্টন স্কুল চালু করলেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী 'পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন (পিবিএস)' চালু করার ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে এই খবরটি শেয়ার করে, তিনি ব্যাডমিন্টন কিংবদন্তি হিসেবে তার বাবার উত্তরাধিকার উদযাপন করে একটি হৃদয়গ্রাহী নোটও পোস্ট করেছেন।

 

Deepika & Prakash Padukone's Heartwarming Moments | HerZindagi