GT vs CSK Qualifier: মাহি ম্যাজিক, ফাইনালে চেন্নাই

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে আইপিএল ২০২৩-এর ফাইনালে ধোনিরা। এই নিয়ে দশবার খেতাবি লড়াইয়ে চেন্নাই।

author-image
Aniruddha Chakraborty
23 May 2023
GT vs CSK Qualifier: মাহি ম্যাজিক, ফাইনালে চেন্নাই

নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভারে মাথিসা পথিরানার বলে ১টি চার মারেন নূর আহমেদ। ওভারের শেষ বলে দীপক চাহারের হাতে ধরা পড়েন মহম্মদ শামি। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ২০ ওভারে ১৫৭ রান তুলে অল-আউট হয়ে যায়। ১৫ রানে ম্যাচ জিতে আইপিএল ২০২৩-এর ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই। শামি ৫ রান করে আউট হন। ৭ রানে অপরাজিত থাকেন নূর। পথিরানা ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।