নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই ডু অর ডাই ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া সম্মুখীন হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। আগামীকালের এই ম্যাচকে ঘিরে সকলের মধ্যে এক চাপা উৎকণ্ঠা কাজ করছে। এরই মাঝে ঘটে গেল এক বড় ঘটনা। গুজরাটের আহমেদাবাদের ক্রিকেট ভক্তরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের আগে ৫০০ ফুট লম্বা একটি ত্রিরঙ্গা এবং বিশ্বকাপ ট্রফির একটি ক্ষুদ্র সংস্করণ বহন করলেন।
#WATCH | Cricket fans in Ahmedabad, Gujarat, carry a 500-feet long tricolour along with a miniature version of the World Cup trophy ahead of the finals against Australia tomorrow, November 19 pic.twitter.com/MLfowliHcV