New Update
/anm-bengali/media/media_files/5k9TCvy8ZiMGvZ9u0V2L.jpg)
নিজস্ব সংবাদদাতা: চলতি মরসুম শেষে টটেনহ্যাম হটস্পার (Spurs) ও প্যারিস সেন্ট জার্মেইনের (PSG) প্রাক্তন কোচ মাউরিসিও পচেত্তিনোকে (Mauricio Pochettino) নতুন কোচ হিসেবে নিয়োগ করতে পারে চেলসি (Chelsea)। জানা গিয়েছে, গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর গত মাসে স্ট্যামফোর্ড ব্রিজের অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় আসবেন পচেত্তিনো। ল্যাম্পার্ডের অধীনে আট ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে চেলসি। আগামী মরসুমে ইউরোপিয়ান ফুটবল থেকে ছিটকে যাওয়া চেলসির জন্য কঠিন মরসুমের দায়িত্ব পেতে পারেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us