/anm-bengali/media/media_files/HElRxCscP5TSwrhAPKCk.png)
নিজস্ব সংবাদদাতা: একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে আইপিএল ২০২৩। বাকি রয়েছে দুটি ম্যাচ। শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। আর রবিবার মেগা ফাইনালে কে তাদের প্রতিপক্ষ হতে চলেছে সেই অপেক্ষায় এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
আইপিএলের শেষ দুটি ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ এমন চরমে যে তার জেরে বড় কোনও দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত আহমেদাবাদে। কোয়ালিফায়ার ট্যু ও ফাইনালের জন্য অনলাইনে যা টিকিট ছিল তা শেষ হয়ে যাওয়ায় অফলাইন টিকিটের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে কাতারে কাতারে মানুষের ভিড়। পুলিশ থাকলেও মানুষের চাপ সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে পুলিশ কর্মীদের। ভিডিওতে দেখা যাচ্ছে যে কেউ পড়ে যাচ্ছেন অন্য কারুর ঘাড়ে, তাঁকেই মাড়িয়ে চলে যাচ্ছেন অন্য কেউ। আবার একজন অন্যজনের গায়ের উপর চেপে পড়ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
Total mismanagement in Ahmedabad for the tickets of IPL 2023 Qualifier 2 and the Final.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2023
Fans surely deserve better than this. pic.twitter.com/1T86QjhbsI