বাইরে কান্নার রোল, মাঠের ভিতরে শুধুই চলছে হইহুল্লোর আর চ্যাম্পিয়নদের সম্বর্ধনা!

সম্বর্ধনা জানানো হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bu33ed

File Picture

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন বাইরে চলছে ধুন্ধুমার পরিস্থিতি, একের পর এক পদপিষ্ট হওয়া ফ্যানেদের দেহ উদ্ধার করা হচ্ছে ঠিক সেই সময় স্টেডিয়ামের ভিতরের ছবিটা খানিকটা এরকম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ট্রফি জেতার পর তাঁদের ঘরোয়া মাঠে এদিন এই ভাবেই চলছে তাঁদের সম্বর্ধনার অনুষ্ঠান। এদিন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বিধান সৌধে আইপিএল চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানান।

গতকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে পরাজিত করে তাদের প্রথম IPL ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আজ বিরাটদের সেই টিমকেই সম্বর্ধনা জানানো হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে।