চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দেখা নিয়ে তোলপাড় মেডিক্যাল কলেজ

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়ানোয় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দ্বারস্থ ডিন ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখাকে কেন্দ্র করে বাঁধে গোল ৷

author-image
Jaita Chowdhury
New Update
;kjhbv

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে হঠাৎই তীব্র উত্তেজনা! কারণ? চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল (ICC Champions Trophy Final)। তবে খেলা নিয়ে উন্মাদনা নয়, বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কলেজের ডিন অনুপম নাথ গুপ্তা। ছাত্রদের একাংশ তাঁর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, অন্যপক্ষ আবার ডিনের পক্ষে সরব। এমন পরিস্থিতিতে কলেজ চত্বরে বিক্ষোভ, ঘেরাও, সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপ—সব মিলিয়ে চরম উত্তপ্ত হয়ে উঠল মেডিক্যাল ক্যাম্পাস।  

ঘটনার সূত্রপাত লেকচার হলে ফাইনাল ম্যাচ দেখাকে ঘিরে। কলেজের কমিউনিটি মেডিসিনের ইন্টার্ন সানি মান্নাকে বিনা অনুমতিতে লেকচার হল খোলার অভিযোগে শোকজ করেন ডিন (Dean Showcause Notice)। আর তাতেই ক্ষুব্ধ হন একদল ছাত্র। বুধবার দুপুর থেকেই তাঁরা ডিনকে ঘেরাও করে রাখেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি প্রয়োজন হয়ে পড়ে। পুলিশ এসে ডিনকে নিরাপদে বের করে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে।  

বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণে কলেজে আসেননি ডিন অনুপম নাথ গুপ্তা। তবে আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে, সে কারণে তিনি মাটিগাড়া থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন (Police Intervention in Medical College)। যদিও সংবাদমাধ্যমে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে ঘটনার জেরে কলেজের ছাত্রসমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে—একপক্ষ ডিনের বিরুদ্ধে, আর অন্যপক্ষ তাঁর সমর্থনে।  

xzfdx
ফাইল চিত্র

 

একদল পড়ুয়ার দাবি, ডিনের এই সিদ্ধান্ত অনুচিত, কারণ তিনি কেন সবার বক্তব্য শোনার আগেই শোকজ লেটার নোটিশ টাঙিয়ে দিলেন? পড়ুয়া রণিত সাঁই বলেন, "ডিন ম্যাডাম কেন আমাদের কথা শোনার আগেই পদক্ষেপ নিলেন? কেন কলেজে মেয়েদের মারধর করা হল? আমরা চাই উনি পদত্যাগ করুন (Demand for Dean's Resignation)।" অপরপক্ষে, ডিনের পক্ষে থাকা ইন্টার্ন হিরন্ময় রায় বলেন, "অনেকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে। ডিন ম্যাডাম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ তাঁকে ভুল বুঝিয়ে হেনস্থা করেছে (Support for Dean's Decision)।"  

যদিও এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও কলেজে বৃহস্পতিবার পরীক্ষা স্বাভাবিকভাবে হয়েছে বলে জানিয়েছেন কলেজের সুপার সঞ্জয় মল্লিক। তিনি বলেন, "ডিন ম্যাডাম আজ আসেননি কারণ তিনি অসুস্থ বোধ করছেন। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে।"