New Update
/anm-bengali/media/media_files/UdcellXvXtTwrjVu3hPT.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউসিএল ম্যাচে আজ রিয়্যাল মাদ্রিদের মুখোমুখি মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটি প্রথম থেকেই টানটান উত্তেজনাপূর্ণ ছিল। শেষ হয়েছে এই ম্যাচ। এই ম্যাচের শেষে হার হয়েছে রিয়্যাল মাদ্রিদের।
জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে ম্যানচেস্টার সিটি পরপর ৪ টি গোল করে। ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটিও গোল করতে পারেনি রিয়্যাল মাদ্রিদ। ফলে ম্যাচের স্কোর ছিল ৪-০। এই ম্যাচের পর চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি।
#BREAKING Manchester City crush Real Madrid to reach Champions League final#afpsportspic.twitter.com/DaXuI9fVyw
— AFP News Agency (@AFP) May 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us