জকোভিচকে সরিয়ে এক নম্বরে কার্লোস আলকারেজ

কার্লোস আলকারেজ (Carlos Alcaraz) নতুন এটিপি (ATP) ক্রম তালিকায় নিজের সেরা অবস্থানে রয়েছেন। নোভাক জোকোভিচকে (Novak Djokovic) পেছনে ফেলে এক নম্বর স্থান দখল করেছেন তিনি।

author-image
Pritam Santra
23 May 2023
জকোভিচকে সরিয়ে এক নম্বরে কার্লোস আলকারেজ

নিজস্ব সংবাদদাতাঃ কার্লোস আলকারেজ (Carlos Alcaraz) নতুন এটিপি (ATP) ক্রম তালিকায় নিজের সেরা অবস্থানে রয়েছেন। নোভাক জোকোভিচকে (Novak Djokovic) পেছনে ফেলে এক নম্বর স্থান দখল করেছেন তিনি। এর ফলে তিনি এখন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস (Tennis) খেলোয়াড় হয়ে উঠেছেন। আগামী ২৮ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে এই ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে। যে কারণে ফরাসি ওপেনে শীর্ষ স্থান পেয়েছেন কার্লোস আলকারেজ। দ্বিতীয় স্থানে রয়েছেন ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ী ড্যানিয়েল মেদভেদেভ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রোমে আসা নোভাক জকোভিচ চতুর্থ রাউন্ডে হেরে যাওয়ায় এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে রয়েছেন।