New Update
/anm-bengali/media/post_banners/eKxlXpYRQtpy8azxrTYm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দল বদলের বাজারে খবর দেওয়া হল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। নতুন মরসুমের জন্য নিশ্চিত করা হয়েছে স্প্যানিশ ফুটবলার বোরহা হারেরাকে। হায়দরাবাদ এফসির তারকা ফুটবলারকে দলের নেওয়ার খবর ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রতিবেদনে জানানো হয়েছে। কিছু দিন আগেই খুলেছে ট্রান্সফার উইন্ডো। এরপর থেকে ইস্টবেঙ্গলে ক্লাব সমর্থকদের মধ্যে অনেকটা বেড়েছিল দল গঠন সংক্রান্ত আলোচনা। উইন্ডো খোলার অনেক আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে শোনা যাচ্ছিল বোরহার নাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল।
এটা যে সে খবর নয়। এটা আজকের সবচেয়ে বড় খবর - 𝗕𝗢𝗥𝗝𝗔 𝗘𝗦𝗘𝗖𝗛𝗘! 👊#JoyEastBengal#WelcomeBorjapic.twitter.com/CeA5u7isyo
— East Bengal FC (@eastbengal_fc) June 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us