আইপিএলে চেন্নাইকে কাপ জেতালেন বিজেপি কর্মী জাদেজা!

সিএসকে-র তারকা অলরাউন্ডার জাদেজাকে বিজেপি কর্মী বা কার্যকর্তা বলে অ্যাখা দিলেন তামিলনাড়ু বিজেপি সভাপতি আন্নামালাই।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন,ম্নব

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার আমেদাবাদে আইপিএল ফাইনালের শেষ দুটি বলে ওভার বাউন্ডারি ও বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংসকে ট্রফি এনে দেন রবীন্দ্র জাদেজা। সিএসকে-র তারকা অলরাউন্ডার জাদেজাকে বিজেপি কর্মী বা কার্যকর্তা বলে অ্যাখা দিলেন তামিলনাড়ু বিজেপি সভাপতি আন্নামালাই। তামিলনাড়ুর পদ্ম প্রধান আন্নামালাই বলেন, "চেন্নাইয়ের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান আছে তার দলের কার্যকর্তা রবীন্দ্র জাদেজার।"

ক্রিকেটারের সঙ্গে সরাসরি রাজনৈতিক দলের যোগাযোগের কথা বলে সমালোচিত হলেন তামিলনাড়ুর বিজেপি প্রধান। তামিলনাড়ু জুড়ে চলছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের পঞ্চম আইপিএল খেতাব জয় নিয়ে বড় উৎসব। তারই মাঝে নিজের দলের ভূমিকাকে রবীন্দ্র জাদেজার নাম দিয়ে ঘুরিয়ে তুলে ধরলেন আন্নামালাই।

রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগর কেন্দ্রে বিজেপি বিধায়ক। ফাইনালে জয়ের পর স্বামী রবীন্দ্র জাদেজাকে প্রণাম করে অভিনন্দন জানান রিভাবা। গুজরাট বিধানসভা নির্বাচনের সময় স্ত্রী রিভাবার হয়ে প্রচার করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তাই বলে রবীন্দ্র জাদেজাকে বিজেপি কর্মী পরিচয় দিয়ে চেন্নাইয়ের জয়ে ভূমিকার কথা বলে কটাক্ষের মুখে পড়লেন আন্নামালাই।