/anm-bengali/media/media_files/2025/08/19/screenshot-2025-08-19-7-pm-2025-08-19-21-53-45.png)
নিজস্ব সংবাদদাতা: স্থগিত ভারতীয় সুপার লিগ (আইএসএল)-এর ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হতে চলেছে। এ প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাইচুং ভুটিয়া জানালেন, আদালতের হস্তক্ষেপ স্বাগত হলেও সিদ্ধান্তটি অনেক দেরিতে এসেছে।
ভুটিয়া বলেন, “আমি মনে করি এটি স্বাগত পদক্ষেপ, তবে সিদ্ধান্তটি অনেক আগেই আসা উচিত ছিল। এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এফএসডিএল-এর সঙ্গে চুক্তি শেষের মুখে। সুপ্রিম কোর্ট থেকেও সিদ্ধান্তে দেরি হয়েছে। পরিস্থিতি এখন যথেষ্ট কঠিন।”
/anm-bengali/media/post_attachments/acab3065-127.png)
তিনি আরও বলেন, “আন্ডার-১৭ মহিলা বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কোর্টে যাওয়া উচিত ছিল। সবচেয়ে বড় ব্যর্থতা হলো—গত তিন বছরে বর্তমান সভাপতি ও সংস্থা সংবিধান প্রণয়নে কোনো উদ্যোগ নেয়নি। যদি তিন বছর আগে সংবিধান তৈরি হতো, তাহলে অনেক সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকত। সংবিধান তৈরি করতে দেরি হওয়াতেই এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে।”
ফুটবল মহলের মতে, ভুটিয়ার বক্তব্য বর্তমান প্রশাসনের দায়িত্বহীনতা এবং দীর্ঘসূত্রিতার দিকে আঙুল তুলেছে। আসন্ন শুনানিতে আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রীড়ামহল।
#WATCH | Siliguri, West Bengal: On Supreme Court to hear pleas on the status of the postponed Indian Super League, former Indian Footballer Bhaichung Bhutia says, "I think it is a welcome step, though I feel the decision should have come much earlier... Right now, it's come to a… pic.twitter.com/V2g3ANOE1M
— ANI (@ANI) August 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us