/anm-bengali/media/media_files/WVtkegPAbJPtQXeYrOZn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ আইপিএল ফাইনালে শেষ হাসি হেসেছে চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার সিএসকের ঝুলিতে উঠেছে আইপিএল ট্রফি। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। অন্তিম ওভারের প্রথম চার বল পর্যন্ত এগিয়ে ছিল গুজরাট টাইটানস। পরের দুটি বলে ম্যাচের ছবিটা পাল্টে যায়। এমন রোমাঞ্চকর ফাইনাল দেখে যে কোনও মানুষ উত্তেজনায় ভাসবেন। স্টেডিয়ামে উপস্থিত বোর্ড সচিব জয় শাহ তার ব্যতিক্রম নন। চেন্নাই সুপার কিংসের রান তাড়া করার সময় জয় শাহের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে তাঁকে। হঠাৎ এমন বিতর্কিত অঙ্গভঙ্গী করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন বোর্ড সচিব।
This was the reaction of this man Jay Shah(Amit shah's son, BCCI Secretary), when CSK needed 11 runs in 3 balls.
— M. S. Dhoni Super Fan 💛⚡ (@MSD7SuperFan) May 30, 2023
And rest is History, We won from here 🏆😅⚔💛 pic.twitter.com/Xb3BscltRS
অনেকে বলছেন, চেন্নাই সুপার কিংসের পরিস্থিতি দেখে অমন অঙ্গভঙ্গি করেছেন জয়। তবে বিসিসিআই সচিবের মতো পদে থেকে এমন ভাবভঙ্গি অনেকেই মেনে নিতে পারছেন না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us