New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দল ঘোষণা করে দিলো ভারত (Indian Team)। ১৫ জনের দল ঘোষণা করা হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে। দীর্ঘদিন পর দলে ফিরছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। থাকছেন লোকেশ রাহুল (K L Rahul)। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্ব খেলবে দল। ইংল্যান্ডের ওভালে ফাইনাল শুরু ৭ জুন। ওপেনার হিসাবে নেওয়া হলো শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে। তিন নম্বরে ব্যাট করবেন চেতেশ্বর পুজারা। চারে থাকছেন বিরাট কোহলি (Virat Kohli)। রাহানে দলে ফেরায় পাঁচ নম্বরে থাকতে পারেন।
🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
— BCCI (@BCCI) April 25, 2023
Details 🔽 #WTC23https://t.co/sz7F5ByfiUpic.twitter.com/KIcH530rOL
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us