New Update
/anm-bengali/media/media_files/71aqjMXcd4tqAYXMyvdk.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এরপরই ভারতে আসবে বাংলাদেশ। কিন্তু এরই মধ্যে বিরাট সমস্যায় পড়েছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বিরুদ্ধে এফআইআরের পরই সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক ই-মেল করেছেন। সেই ইমেলে উল্লেখ করা হয়েছে, খুন অভিযুক্ত সাকিবকে সন ধরনের ক্রিকেট থেকে সরিয়ে দিতে হবে। সাকিবের বিরুদ্ধের খুনের অভিযোগ ওঠায় আইসিসির নিয়ম অনুযায়ী তাঁকে টিমে আর রাখা যাবে না। যদিও এই বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।
/anm-bengali/media/media_files/YDvrPt4S56ckDh0bwsrn.webp)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us