New Update
/anm-bengali/media/media_files/NMBidgtm7JoM3IjYPpeY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির (Delhi) জন্তর মন্তরে চলমান ভারতীয় কুস্তিগীরদের বিক্ষোভে রাজনীতিবিদদের যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় কুস্তিগীর (Wrestler) ও বিজেপি (BJP) সদস্য ববিতা ফোগাট (Babita Phogat) শনিবার বলেছেন, রাজনীতির জন্য মঞ্চের অপব্যবহার করা উচিৎ নয়। "আমাদের মতো ক্রীড়াবিদরা, যারা নিচ থেকে উপরে উঠে এসেছেন, তারা নিজেদের লড়াই লড়তে সক্ষম। রাজনীতিবিদদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য মঞ্চের অপব্যবহার করা উচিৎ নয়। কিছু নেতা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার উজ্জ্বল করার জন্য কুস্তিগীরদের মঞ্চের অপব্যবহার করছেন," ফোগাট তার টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতিতে বলেছেন।
🙏🏻🙏🏻 pic.twitter.com/yWmUD5Hriv
— Babita Phogat (@BabitaPhogat) April 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us