মুখোমুখি নেমেছে বাবর-কেন, ফাইনালে যাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচকে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল হিসেবেও ধরা যায়। হারলে কার্যত সেমিফাইনালের আশা শেষ।

author-image
Adrita
New Update
গ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ চলতি ক্রিকেট বিশ্বকাপ মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। ভারত সেমিফাইনালে প্রবেশ করেছে। এবার বাকি তিনটে জায়গার জন্য লড়াই চলছে। সেই তিনটে জায়গা ভরাটের জন্য় গুরুত্বপূর্ণ ম্য়াচে নেমেছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তারা। টস জিতে ফিল্ডিং করতে নেমেছে পাকিস্তান। বাবর আজম নাকি কেন উইলিয়ামসন কে হবে আজকের সেরার দলে ? 

hire

নিউজিল্যান্ড শিবির কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। একাদশ গড়াটাই চাপের হয়ে দাঁড়িয়েছে কিউয়ি শিবিরে। ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঝুঁকি নিয়েই নামতে হতে পারে এই চার প্লেয়ারের মধ্যে কাউকে। কেন উইলিয়ামসন সদ্য হাঁটুর অস্ত্রপচার সারিয়ে উঠেছেন। তিনটি পরাজয়ের পর নিউজিল্যান্ড আট পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, ছয় পয়েন্ট নিয়ে পাকিস্তানকে সেমিফাইনালে থাকার লড়াইয়ে জিততে হবে। পাকিস্তান এখন ৩০০-এর উপরে মোট রান করার দিকে তাকিয়ে আছে। যদি না নিউজিল্যান্ডের ব্যাটিং পতন হয়। এই ম্যাচটা বড় ব্যবধানে জিতে গেলে লড়াইয়ে প্রবলভাবে ঢুকে যাবে কিউয়িরা। এই ম্যাচে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। 

একদিনের ক্রিকেটে দুই দল ১১৫ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। পাকিস্তান জিতেছে ৬০টা ম্যাচে আর নিউ জিল্যান্ড জিতেছে ৫১টাতে। তিনটে ম্যাচে কোনও ফল বেরোয়নি। ওডিআই বিশ্বকাপে দুই দল মোট ৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এখানেও এগিয়ে রয়েছে পাকিস্তান। সাতবার জিতেছে তারা। নিউ জিল্যান্ড ও পাকিস্তান দুই দলের মধ্যে শেষ পাঁচটা ওডিআই সাক্ষাতে চারটেতেই জিতেছে পাকিস্তান। মাত্র একটা ম্যাচ জিতেছে নিউ জিল্যান্ড। যদিও ম্যাচগুলো হয়েছিল পাকিস্তানে। 

এবারে পাকিস্তানের ১১ জনের তালিকায় রয়েছেঃ আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, আগা সালমান, শাহীন আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ। এবং অন্যদিকে, নিউজিল্যান্ডের ১১ জনের তালিকায় র‍য়েছেঃ ডেভন কনওয়ে, রাচিন রা.ভিন্দ্র, কেন উইলিয়ামসন (সি), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (ডাব্লু), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

নিউ জিল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতেছিল ২০১১ সালে। পাল্লেকেলেতে আয়োজিত সেই ম্য়াচ কিউয়িরা জেতে ১১০ রানে। এরপর অবশ্য তারা পাকিস্তানকে পরাস্ত করতে পারেনি। তবে এবার সেই ছবি বদলে মরিয়া। ভারতে আয়োজিত বিশ্বকাপেই ইতিহাস ঘোরানোর পালা। 

hiring.jpg