/anm-bengali/media/media_files/geKRY24qxcimqE0iiUK8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) শেষ ম্যাচ জিতে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে টিম ইন্ডিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে সব ফরম্যাটে আইসিসি ট্রফি জিতল অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর ১৯৯৯ ও ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ জিতে টানা শিরোপা জেতে দল। এরপর ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার থেকে মাত্র এক ধাপ দূরে ছিল তারা। রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিশ্বের এক নম্বর দল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়ার মোট ৯ টি আইসিসি ট্রফি রয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি ওয়ানডে বিশ্বকাপ, ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি, ১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব।
Cricket World Cup ✅
— ICC (@ICC) June 11, 2023
T20 World Cup ✅
Champions Trophy ✅
World Test Championship ✅
The all-conquering Australia have now won every ICC Men's Trophy 🏆 pic.twitter.com/YyzL8NSvTF
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us