বিশ্বের প্রথম ক্রিকেট দল হিসেবে ইতিহাস রচনা করল অস্ট্রেলিয়া

ফের বিশ্ব সেরা অস্ট্রেলিয়া। ক্রিকেটের প্রতি ফরম্যাটে খেতাব জয়ের বৃত্ত সম্পন্ন করেছে ব্যাগি গ্রিন ব্রিগেড।

author-image
Pritam Santra
New Update
wtc

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) শেষ ম্যাচ জিতে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে টিম ইন্ডিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে সব ফরম্যাটে আইসিসি ট্রফি জিতল অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর ১৯৯৯ ও ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ জিতে টানা শিরোপা জেতে দল। এরপর ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার থেকে মাত্র এক ধাপ দূরে ছিল তারা। রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিশ্বের এক নম্বর দল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়ার মোট ৯ টি আইসিসি ট্রফি রয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি ওয়ানডে বিশ্বকাপ, ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি, ১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব।