আজ থেকেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এশিয়া কাপ, কবে কি ম্যাচ দেখে নিন -

বুধবার নিজেদের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
2025 asia cup

File Picture

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপ ক্রিকেটের মহাযজ্ঞ শুরু হচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। আর বুধবার (১০ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল, প্রতিপক্ষ আরব আমির শাহি।

তবে সব চেয়ে বড় নজর থাকবে ১৪ সেপ্টেম্বরের মহারণে— দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সব মিলিয়ে এশিয়া কাপে তিন বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতাকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবেই দেখছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় শিবির।

IND PAKKS.jpg

আরব আমির শাহির গরমের কারণে ভারতের সব ম্যাচ রাত ৮টা থেকে শুরু হবে। দিনের ম্যাচের সময় অপরিবর্তিত থাকবে।

টুর্নামেন্ট সূচি (প্রধান ম্যাচসমূহ):

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১০ সেপ্টেম্বর: ভারত বনাম আরব আমির শাহি

১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান

১৫ সেপ্টেম্বর: আরব আমির শাহি বনাম ওমান / শ্রীলঙ্কা বনাম হংকং

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমির শাহি

১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান

২০ সেপ্টেম্বর থেকে শুরু সুপার ফোর

২৮ সেপ্টেম্বর: ফাইনাল

সব মিলিয়ে রোমাঞ্চকর এক মাস অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। বিশেষ করে ভারত-পাকিস্তান দ্বৈরথেই থাকবে সবার চোখ।