New Update
/anm-bengali/media/media_files/f399PJRMPoZl1vE6MowL.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ রয়েছে এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। কিন্তু রবিবার বৃষ্টি হলে তার জন্য কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে পারে। তবে সোমবার পুনরায় তা আয়োজন করা হবে। এর কারণ হল সোমবার দিনটিকে এই ম্যাচটির রিজার্ভ ডে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। খেলা যদি মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে রবিবার যতদূর পর্যন্ত খেলা হবে, সোমবার তার পর থেকেই আবার শুরু হবে লড়াই।
যদিও ম্যাচের কয়েক ঘণ্টা আগে কলম্বোর আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট পাওয়া গেল। এসিসি আর প্রেমাদাসা স্টেডিয়ামে থেকে দেখতে পাওয়া পরিষ্কার নীল আকাশের ছবি পোস্ট করেছে।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
Current weather update: The skies are clear as we all gear up for an exciting contest!#AsiaCup2023#PAKvsIND. . pic.twitter.com/s4IhrxeA0Q
— AsianCricketCouncil (@ACCMedia1) September 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us