/anm-bengali/media/media_files/2025/09/29/india-celebrates-asia-cup-victory-scaled-2025-09-29-12-24-08.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। টুর্নামেন্টে একটিও ম্যাচ না হারিয়ে, গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ফোর হয়ে ফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে সেরার মুকুট ঘরে তুললেন অভিষেক শর্মারা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় ভারতীয় দল। তবে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল অভিনব দৃশ্য—এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিল না ভারতীয় দল।
ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে ভারতীয়দের হাতেই। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি নেয়ার সময় মঞ্চে দাঁড়িয়ে থাকা মহসিন নকভির হাত থেকে কাপ তুলতে অস্বীকৃতি জানাল টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন ফেলেছে এই ঘটনা।
সঞ্চালক সাইমন ডুল যা দেখে ঘোষণা করেন, “আমাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ভারতীয় দল আজ রাতে ট্রফি নেবে না”। ট্রফি ছাড়াই নিজেদের জয় উদ্যাপন করেন রোহিত শর্মারা।
পুরো টুর্নামেন্ট জুড়ে বিতর্ক ঘিরে রেখেছিল ভারত–পাকিস্তান লড়াই। ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানো নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট দুনিয়া। আইসিসির কাছে সূর্যর শাস্তি দাবি করে চিঠি দিয়েছিলেন নকভি। পাকিস্তানি পেসার হ্যারিস রউফের ‘ফাইটার প্লেন সেলিব্রেশন’ নিয়ে বিতর্ক। পিসিবি প্রধান নকভি নিজেও তা উস্কে দেন। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকি, ম্যাচে দেরি করে মাঠে নামা—সবই ঘিরে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাণ্ডজ্ঞানহীন আচরণ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/29/tilak-verma-2025-09-29-00-17-40.png)
সূর্যকুমার যাদব স্পষ্টই জানিয়েছিলেন, তাঁর হাত না মেলানোর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ। সেই প্রেক্ষিতেই অনেকের মতে, নকভির হাত থেকে ট্রফি না নেয়া ছিল ভারতীয় দলের নীরব প্রতিবাদ ও যোগ্য জবাব।
এশিয়া কাপের আসর শেষ হলেও, ভারতীয় দলের এই অবস্থান আগামী দিনে ভারত–পাক ক্রিকেট রাজনীতিতে নতুন অধ্যায় লিখে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us