ভারত জিতবে? কতটা সম্ভাবনা? কী বলছে ভক্তরা?

দুপুর আড়াইটেয় টস। তার আগে কলম্বোয় ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এক ক্রিকেট প্রেমী নিজের গালে ট্যাটুও করালো। কে জিতবে? প্রশ্ন একটাই। আবহাওয়া কি সহায় হবে নাকি ভেস্তে দেবে আজকের ম্যাচও?

author-image
Pallabi Sanyal
17 Sep 2023 আপডেট করা হয়েছে 18 Sep 2023
as

নিজস্ব সংবাদদাতা : বৃষ্টি আর বৃষ্টি। দুর্যোগ কাটিয়ে রবিবার  কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে তারা। এদিকে স্টেডিয়ামের বাইরে উন্মাদনা তুঙ্গে ভক্তদের। আজও যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়! সে চিন্তাও থাকছে। এক ক্রিকেট প্রেমীর কথায়, ''ভারতের জেতার সম্ভাবনা খুব ভাল৷ শোনা যাচ্ছে যে শ্রীলঙ্কার কিছু খেলোয়াড় খেলছেন না৷'' তবে কি ভারতই জিতছে? দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।