New Update
/anm-bengali/media/media_files/yl4Ek4bP1yODsW4bK9zo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি শোনা গিয়েছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে গ্রানিট ঝুকা, কাইরান টিয়েরনি এবং ফোলুরিন বালোগানকে বিক্রি করতে প্রস্তুত আর্সেনাল (Arsenal)। ছয় বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে চলেছে গানাররা। আগামী মরসুমের জন্য নিজেদের দলকে আরও শক্তিশালী করার চেষ্টায় রয়েছে ক্লাব। এখনও পর্যন্ত যা খবর, আর্সেনাল গ্রীষ্মকালীন ট্রান্সফারে দুই ফুটবলারকে চিহ্নিত করেছে। ডেক্লান রাইস ও ম্যাসন মাউন্টকে দলে নেওয়ার জন্য চেষ্টা করতে পারে আর্সেনাল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us