AIFF : ভারতীয় ফুটবলে বিদেশিরা নিষিদ্ধ!

বড় পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা (AIFF)। স্ট্রাইকার তুলে আনার জন্য বিদেশিহীন লিগ করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। বাংলা নতুন বছরের প্রথম দিনেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

author-image
Pritam Santra
New Update
AIFF

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ফুটবল সার্কিটে স্ট্রাইকারের আকাল। এখনও খুঁজে পাওয়া যায়নি সুনীল ছেত্রীর (Sunil Chhetri) উত্তরসূরিকে। এই অবস্থায় বড় পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা (AIFF)। স্ট্রাইকার তুলে আনার জন্য বিদেশিহীন লিগ করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। বাংলা নতুন বছরের প্রথম দিনেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইস্টবেঙ্গলের (East Bengal) বার পুজোয় এসে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) বলেছেন, "দিপেন্দু বিশ্বাস, শিশির ঘোষ সহ প্রচুর ফুটবলার ভারতীয় ফুটবল শাসন করতেন। এখন তা হয় না। কারণ সমস্ত দলই বিদেশি স্ট্রাইকার খেলায়।"