বিশ্বকাপ… হেরে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা!

আফগান বোলারদের দাপটে কেঁপে গেলেন রুট-বাটলাররা।

New Update
,মন

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের কাছে খারাপ ভাবে হারের পর, ভারতের বিরুদ্ধে রীতিমতো লড়াই করেছিল আফগানিস্তান। কিন্তু রোহিত শর্মার দাপটের কাছে গুটিয়ে গিয়েছিলেন রশিদরা। তবে নিজেদের তৃতীয় ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা স্বপ্নের মতো করেছিল আফগানিস্তান। ক্রিস ওকস-রিস টপলিদের মতো পেসারদের নতুন বলে পাত্তাই দেননি রহমানউল্লাহ গুরবাজ। শুরু থেকেই আক্রমণাত্ম মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি। তাঁকে সঙ্গত করছিলেন ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটি ভেঙে প্রথম সাফল্য পেতে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয় ১৭তম ওভার পর্যন্ত। প্রথম উইকেটেই ১১৪ রান য়োগ করে গুরবাজ-জাদরান জুটি।  তবে শুরুটা যতটা ভালো করেছিলেন গুরবাজরা, মাঝে মিডল অর্ডার কিছুটা হলেও পথ হারায়। বিনা উইকেটে ১১৪ রান থেকে ১৫২ রানের মধ্যে পড়ে চার উইকেট। ১২২ রানেই পরপর ২ উইকেট হারায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। 

,ম্নব

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল ইংল্যান্ড। তারা দলের ৩ রানের মাথায় প্রথম ধাক্কাটি খায়। ৬৮ রানে তারা ৩ উইকেট হারায়। শেষ পর্যন্ত তারা ৪০.৩ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। 

hire