New Update
/anm-bengali/media/media_files/gwymWXEh7uKDXxP9JE6w.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এশিয়ান গেমসকে অনেক তারকাই পাখির চোখ ধরছেন। বলা হচ্ছে, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা পাওয়ার টিকিট হতে পারে গেমসে একটি পদক। এবার এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা ক্রিকেট দল অংশ নিচ্ছে। দুটি দলের মধ্যে তাকালে দেখা যাবে বাংলা থেকে মোট প্রতিনিধি ৫ জন।
তার মধ্যে পুরুষ দলে রয়েছেন তিনজন, আর মহিলা দল থেকে সুযোগ পেয়েছেন ২ জন। তালিকায় রয়েছেন শিলিগুড়ির রিচা ঘোষ ও চন্দননগরের তিতাস সাধু। ঋতুরাজ গায়কোয়াডের নেতৃত্বাধীন গেমস দলে বাংলা থেকে রয়েছেন দুই পেসার মুকেশ কুমার, আকাশদীপ সিং। আর স্পিনার শাহবাজ আমেদ। এই ৫ জনের দিকেই এইবার নজর থাকছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us