সরস্বতী পুজোয় শহরে প্রেমের সঙ্গে বাড়বে আবহাওয়ার উষ্ণতাও

চলতি বছরে সরস্বতী পুজো ও ভ্যালেনটাইন্স-ডে একসাথে উদযাপন করবে বঙ্গবাসী। কিন্তু এই প্রেম দিবসে নিশ্চিন্তে ঘুরতে যাওয়ার জন্য আবহাওয়ার খবরটা জানা উচিত সবার আগে। আকাশের অবস্থা থাকবে কেমন?

New Update
MASARASWATI.JPG

নিজস্ব সংবাদদাতা : সরস্বতী পুজো মানেই বাঙালীর কাছে প্রেমের উৎসব। আর এইবার অর্থাৎ ২০২৪ এ ভ্যালেনটাইন্স-ডেও একই সঙ্গে উদযাপন করবে বাঙালীরা। তাই বোঝাই যাচ্ছে শহরে প্রেমের উষ্ণতা বাড়বে তো অবশ্যই। কিন্তু আকাশের অবস্থা থাকবে কেমন?

আগামী ১১ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গেছে। সরস্বতী পুজোয় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবেনা। আকাশ পরিষ্কারই থাকবে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় রাতের দিকে তাপমাত্রা কমতে পারে। বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে বেশ কিছু জেলায়। তবে সরস্বতী পুজোর পরে বঙ্গে আর শীত ফিরছেনা বলেই জানিয়েছে হাওয়া অফিস।