পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা যুবককে, ভয়ঙ্কর ঘটনা মেদিনীপুরের

সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: দোকানে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা যুবককে! মেদিনীপুর মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি সেই যুবক। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

এদিন ভরদুপুরে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে পেট্রোল ঢেলে যুবককে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে। সেই আগুন থেকে বাঁচতে উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে যুবক। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ভয়ঙ্কর দৃশ্য। যদিও ঘটনা সরজমিনে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। পুলিশের মতে ব্যবসায়িক শত্রুতার জায়গায় এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে আক্রান্ত যুবককে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোতুয়ালি থানার পুলিশ।