কচিকাঁচারা গাছ আঁকড়ে, গাছ কাটতে না দেওয়ার আবেদন

মেদিনীপুর শহরবাসী সামিল হয় এই ক্ষেত্রে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-29 at 5.19.04 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গাছ না কেটে রাস্তা সম্প্রচারণের দাবিতে সোচ্চার স্কুলের কচিকাঁচা থেকে মেদিনীপুর শহরবাসী। তাদের দাবিকে সম্মান জানিয়েই পূর্ত দফতরের কাছে গাছ না কাটার আবেদন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানের।

মেদিনীপুর শহরের সিপাই বাজার থেকে কেরানিচটি পর্যন্ত শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণ। এর জন্য রাস্তার দুই পাশের বেশ কিছু দোকান-বাড়ি ভেঙে ফেলেছে পূর্ত বিভাগ। সেই রাস্তা সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে গির্জা এলাকায় বিদ্যাসাগর শিশু নিকেতনের স্কুলের সামনে থাকা একটি পুরনো বিশালাকার গাছ। সোমবার সেই গাছ কাটার উদ্যোগ নেয় পূর্ত বিভাগ। কিন্তু গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের দাবি তোলে স্কুলের ছাত্র-ছাত্রী, স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকার মানুষ সকলে। সেই আবেদনে সাড়া দিয়ে পূর্ত বিভাগের আধিকারিকের কাছে গাছ না কাটার আবেদন জানিয়েছেন পুরপ্রধান সৌমেন খান। আপাতত সেই গাছ কাটা বন্ধ রেখেছে পূর্ত দফতর বলে জানিয়েছেন পুরপ্রধান।

childtree