ডেবরার স্কুলে World Sickle cell day পালন

ডেবরার স্কুলে World Sickle cell day পালন ও প্রশিক্ষন শিবির, ৪০০ পড়ুয়ার রক্ত পরীক্ষা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-06-21 11.01.00 AM





নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের আলোককেন্দ্র হাইস্কুলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে World sickle cell day পালন ও প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হলো। স্কুল পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, প্রশিক্ষণ শিবির সহ একাধিক কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি এদিন প্রায় ৪০০ পড়ুয়ার  রক্ত পরীক্ষা করা হয়। এই রোগটিকে কিভাবে আটকানো যায় সেই নিয়েও চলে প্রশিক্ষণ।

এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএম  জেনারেল সন্দীপ টুডু, পিও কাম বিডব্লুও মনীশ দাস, ডেপুটি সিএমওএইচ, ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ি, জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল সহ অনান্যরা। এদিন চারাগাছে জল দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।