বিশ্ব পরিবেশ দিবসে পিংলা ব্লক ও পিংলা থানার বিশেষ উদ্যোগ

৩০ টি বৃক্ষরোপণ করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-05 at 19.10.23

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিংলা ব্লক প্রশাসন ও পিংলা থানার যৌথ উদ্যোগে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হল বিশেষ কর্মসূচির মাধ্যমে। এদিন পিংলা থানার ভারপ্রাপ্ত ওসি, পিংলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, এসডিপিও সিআই সহ বিশিষ্ট প্রশাসনিক আধিকারিকরা নিজ হাতে পিংলা থানার আশেপাশে যত্রতত্র পরিষ্কার-পরিচ্ছন্ন, সেই সঙ্গে প্রায় ৩০ টি বৃক্ষরোপণ করেন। এছাড়াও পিংলা ব্লক ডেভেলপমেন্ট অফিসার লেকপা ওয়াংচুং শেরপা পিংলাবাসীর উদ্দেশ্যে বলেন, “সকলে যেন বৃক্ষরোপণ করেন। একটি বৃক্ষ কাটলে তিনটি যেন বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা সার্কেলের সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস, এসডিপিও দেবাশীষ রায়, পিংলা থানার ওসি চিন্ময় প্রামাণিক, পিংলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লেকপা ওয়াংচু শেরপা, এসআই শিবম বেরা, উত্তম চক্রবর্তী, বিকাশ সর্দার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 

WhatsApp Image 2025-06-05 at 19.10.22

এছাড়াও, এই দিনে পিংলা ব্লকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর কাষ্ঠ সমিতি ও গোবর্ধনপুর সমবায় সমিতির উদ্যোগেও পরিবেশ দিবস পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এর কাষ্ঠ ব্যবসায় সমিতির সভাপতি সহ পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, মানিক খান সহ এলাকার একাধিক কাঠ ব্যবসায়ীগণ।