বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোহিনীতে হয়ে গেল গাছ লাগানোর কর্মসূচি

গাছ লাগান পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
m47dw456

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনীতে এক বিশেষ গাছ লাগানোর কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গে থেকে গাছ লাগান পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা।

এছাড়াও ছিলেন, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো এবং জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ তাপস মাহাতো। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাতো সহ স্থানীয় সাধারণ মানুষ। এই ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী উপহার দেওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন এলাকাবাসী।