নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : করোনাকাল থেকে স্বল্প পারিশ্রমিকে কাজ করা হসপিটালের জিডিএ কর্মীদের হঠাৎই কাজ থেকে বাদ দেওয়ায় হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন জিডিএ কর্মীরা। এরই মাঝে কাজ থেকে বাদ দেওয়ায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কর্মী। জানা গিয়েছে, কাজ হারানোর পর একাধিক জায়গা থেকে টাকা ধার করেন ওই অস্থায়ী কর্মী অজয় মাহাতো। করোনার আগে থেকেই জিডিএ কর্মী হিসেবে কাজ করছিলেন। ওই কর্মীর বাড়ি শালবনি ব্লকের জাড়া এলাকায়। তবে মার্চ মাসের ১ তারিখ থেকেই বেশ কিছু কর্মীকে ছাঁটাই করার ফলে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন অজয়। বিভিন্ন জায়গা থেকে বহু টাকা ধার করে বসেন অজয় মাহাতো নামে ওই কর্মী। তবে এক মাস হয়ে গেলেও কাজ ফেরত না পাওয়ায় রবিবার রাত্রে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কর্মী। বর্তমানে তিনি চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।