বাস পার্কিং নিয়ে এক ব্যক্তির সঙ্গে বাসের কর্মীর মারামারি!

ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাস চালানো বন্ধ করল বাসের কর্মচারীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-30 at 6.02.22 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যা এলাকায় বাসের পার্কিং নিয়ে স্থানীয় বাসিন্দা নেপাল বুড়াইয়ের সঙ্গে বাসের এক ড্রাইভারের মারামারির ঘটনা ঘটে। বুধবার সকাল ১০টায় এই ঘটনা ঘটতেই টাবাগেড়্যা থেকে যে সমস্ত বাস ডেবরা, বালিচক, পাঁশকুড়া ও মেদিনীপুর যায় সেই বাস চালানো বন্ধ করল বাসের ড্রাইভার ও কর্মীরা। বাসের এক হেল্পারের অভিযোগ, বাস পার্কিং নিয়ে বরাবর ঝামেলা করে নেপাল বুড়াই। তাই আজকে বাস পার্কিং করার পরেই নেপাল বাধা দিতে এলে শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি। ঘটনায় পরে সেখানে এলাকাবাসীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও নেপালের অভিযোগ তার বাড়ি রাস্তার ধারেই। সেই মুখে একের পর এক বাস দাঁড়িয়ে যায়। বেরোনোর জায়গা থাকে না। সেটা বলাতেই নাকি তাকে মারধর করা হয়।

এই ঘটনায় সকাল ১০ টার পর থেকে সমস্ত বাস বন্ধ করেছে বাস কর্মীরা। কেন তাদের ড্রাইভারকে মারল তার বিচার চেয়েই বাস বন্ধ করা হল। দুপুরেও বন্ধ ছিল বাস। সমস্যায় টাবাগেড়্যা ডেবরা রুটের যাত্রীরা। 


 

Screenshot 2025-07-30 174201