New Update
/anm-bengali/media/media_files/2025/10/30/screenshot-2025-10-30-200250-2025-10-30-20-03-11.png)
হরি ঘোষ, দুর্গাপুর: বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। চঞ্চল্য এলাকায়। মৃত শ্রমিকের নাম দিলীপ ঠাকুর (৩৩)। বিহারের সিওয়ানের বাসিন্দা কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা কর্মী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার উৎপাদন কিছুদিন বন্ধ ছিল। কিন্তু ওই কারখানাতে ছিলেন দিলীপ ঠাকুর। বুধবার বিকেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় মুচিপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপর এই মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us