গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মচারীর মৃত্যু

বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত অবস্থায় মারা গেলেন কর্মচারী স্বপন বাউরি।

author-image
Debjit Biswas
New Update

নিজস্ব সংবাদদাতা : একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল, স্বপন বাউরী নামে সেখানকার এক শ্রমিকের। যে ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। স্থানীয় সূত্রে জানা গেছে যে, স্বপন বাউরী নামের বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী,আজ কারখানার ভেতরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন। সেই সময় একটি ভারী পাইপ হঠাৎ করেই স্বপন বাউরির উপর পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় স্বপন বাউরীকে।

WhatsApp Image 2025-07-05 at 4.13.59 PM (1)
SWAPAN BAURI DEATH

ডাক্তাররা জানিয়েছেন স্বপন বাউরির মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভে সামিল হয় স্বপন বাউরির পরিবার ও পরিজনেরা। অবশেষে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়, মৃত স্বপন বাউরির পরিবারের হাতে।