সেচ দফতরের জায়গায় গড়ে ওঠা বাড়ি ও দোকান ভাঙা হচ্ছে! ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়িত হবেই

কেন বাড়ি ও দোকান ভাঙা হচ্ছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-16 at 1.01.57 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শুরু হল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। ব্রিজ নির্মাণের জন্য সেচ দফতরের জায়গার উপর গড়ে ওঠা দোকান ও বসতবাড়ি ভাঙার কাজ শুরু করল সেচ দফতর। 

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ভূঁইয়াড়া তেঁতুলতলা ব্রিজ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। দীর্ঘদিন ধরে চন্দ্রেশ্বর খালের উপর তেঁতুলতলা এলাকায় কংক্রিটের ব্রিজ বেহাল হয়ে পড়ে ছিল। এই চন্দ্রেশ্বর খালের এক প্রান্তে রয়েছে বেনাই গ্রাম পঞ্চায়েত আর অপর প্রান্তে খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েত। অবশেষে প্রশাসনের উদ্যোগে এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে সেচ দফতরের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ব্রিজ ও শুরু হচ্ছে খাল সংস্কারের কাজ। কাজ শুরুর আগেই খালপাড়ে সেচ দফতরের জায়গায় গড়ে ওঠা অসংখ্য বসতবাড়ি ও দোকান ভাঙার কাজ শুরু করল সেচ দফতর। যদিও এই বাড়ি ও দোকান ভাঙার পেছনে এলাকার মানুষের সমর্থন রয়েছে বলেই জানা যাচ্ছে। অপর দিকে ওই দোকান ও বাড়ি ভাঙার ফলে বাড়ির মালিকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটারিং কমিটির সদস্য আশিষ হুদাইত বলেন, "মাস্টার প্ল্যান রূপায়নের কাজ শুরু হয়েছে দ্রুততার সহিত। এলাকার মানুষ খুব খুশি"।

ghatalwork1