পুকুর খুঁড়তেই চক্ষু চরকগাছ!

মাটি কাটতে গিয়ে উঠে এল কাঠের এক মূর্তি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কুতুরিয়া গ্রামে। স্থানীয়দের দাবি, এটা কোনও দেব-দেবীর মূর্তি হবে।

author-image
Pallabi Sanyal
New Update
deb debi

পুকুর থেকে উদ্ধার হওয়া কাঠের মূর্তি

নিজস্ব প্রতিনিধি, শালবনী :  পুকুর খননের সময় মাটির নিচ থেকে উঠে এল কাঠের মূর্তি, শোরগোল শালবনীতে। 

গত এক সপ্তাহ ধরে চলছিল পুকুর খননের কাজ। মাঝে পুকুরে জল থাকায় কিছুদিন কাজ বন্ধ ছিল। পুনঃরায়  মাটি কাটার কাজ শুরু হয় মেশিন দিয়ে। আর সেই সময় সন্ধ্যা বেলায় মাটি কাটতে গিয়ে উঠে এল কাঠের এক মূর্তি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কুতুরিয়া গ্রামে। স্থানীয়দের দাবি, এটা কোনও দেব-দেবীর মূর্তি হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় শালবনী থানার পুলিশ।  স্থানীয়রা জানান, পুলিশ সেটিকে নিয়ে যেতে চাইছিল, তারা নিতে দেননি। তারা জানিয়েছেন যে এটা কোনও ধাতুর মূর্তি নয়। ফলে তারা এটিকে মন্দিরে রেখে পুজো করবেন। মূর্তিটি ওখান থেকে খোল- করতাল সহকারে মন্দিরে নিয়ে আসে। পুলিশ থেকে গ্রামবাসী সবাই প্রণাম করতে শুরু করেন। স্থানীয় বাসিন্দা সাগর দাস বলেন, "গ্রামের এই জায়গাটি এক ব্যক্তি কিনেছেন। তিনি পুকুর খননের কাজ শুরু করেছিলেন এক সপ্তাহ ধরে। এদিন সন্ধ্যাবেলায় মাটি কাটতে গিয়ে এই কাঠের মূর্তিটি বেরিয়ে আসে। সঙ্গে আরও একটি মূর্তি ছিল সেটাও মাটির নিচে রয়েছে। মূর্তিটি আমরা মন্দিরে রেখে পুজো করব।" পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "গ্রামবাসীরা নিয়ে যেতে চাইলে নিতে পারেন। পুলিশের কোনো আপত্তি নেই।"