আঁচড়ে-খামচে দিয়েছে পুরুষ পুলিশ, গুরুতর অভিযোগ মহিলা BJP কর্মীদের

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ন্যাজাট থানা অভিযান বিজেপির।

author-image
SWETA MITRA
New Update
bjp sukanya women.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ন্যাজাট থানা ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এদিকে এই অভিযান চলাকালীন মহিলা বিজেপি কর্মীকে খামচে দেওয়ার অভিযোগ উঠল পুলিশেরই বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির কর্মসূচির আগের দিনই ন্যাজাট থানা থেকে এক কিলোমিটার ব্যসার্ধে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। যদিও সেই নির্দেশিকাকে জালি ১৪৪ ধারা বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে মহিলা বিজেপি (BJP) কর্মীদের তাঁদের অভিযোগ, পুরুষ পুলিশ মহিলাদের গায়ে হাত দিয়েছে। তাদের শাড়ি ধরে টেনেছে। আঁচড়ে খামচে দিয়েছে। এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।