New Update
/anm-bengali/media/media_files/WxCrno30XfEoZ8Td36Ct.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস ভাবে ধর্ষণ এবংহত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ।
/anm-bengali/media/media_files/NPBk4beZuWrnxIbxLzxm.jpg)
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের মোহনপুর এলাকার মহিলারা প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে মোহনপুর বাজারজুড়ে একটি প্রতিবাদ মিছিল করেন। এরপর এলাকার লোকেদের হাতে রাখির বদলে কালো ফিতে পরিয়ে রাখিবন্ধন পালন করেন।
/anm-bengali/media/media_files/kWuBAMEEuI1gfIKbarc8.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us