/anm-bengali/media/media_files/2025/05/24/5nrUxzkvoACULiBimDvq.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর দাবিতে আবারও শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ নিত্য যাত্রীদের। শনিবার সকাল ৭.৪০ মিনিট থেকে দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদহের দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসাত রেল স্টেশনের কাছে ট্রেনের নিত্য যাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায়। নিত্য যাত্রীদের অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের উপর প্রভাব পড়ে। অবরোধের জেরে বিঘ্নিত হয় ট্রেন চলাচল।
অবরোধের জেরে মথুরাপুর সহ একাধিক রেল স্টেশনে আটকে লোকাল ট্রেন। রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকেরা। এক অবরোধকারীর অভিযোগ, ট্রেন বা জেনারেল কোচের সংখ্যা না বাড়ানোয় প্রতিদিন প্রবল ভিড় হচ্ছে। ভিড়ে দাঁড়াতে পারছেন না সাধারণ মানুষ। ভোর থেকেই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি চলে।
/anm-bengali/media/media_files/2025/05/24/YOfSYUZ1BLCDpWzoSYU2.jpeg)
এর আগেও মহিলা কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিয়ালদহের দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করেছিল নিত্যযাত্রীরা। আবারও শনিবার রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হতে হল স্কুল, কলেজে ও অফিস যাত্রীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us