মাছের ভেড়ি থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ

মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকা ঘিরে রাখা হয়েছে ৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

author-image
Jaita Chowdhury
New Update
মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইলের বাঘুয়াশোল এলাকায়

নিজস্ব সংবাদদাতা: আমডাঙার পর মিনাখাঁ ৷ সাতসকালে মাছের ভেড়ি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ ৷ মহিলার গলার নলি কাটা ছিল বলে পুলিশের দাবি ৷ একই সঙ্গে তাঁর মুখ পেঁচানো ছিল হলুদ রংয়ের ওড়না দিয়ে। মুখেও কাপড় গোঁজা ছিল বলে জানা গিয়েছে।

ব্যাঙ্ক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতায়

শনিবার এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর দেবিতলার কাহার পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর, তারা ভেড়ি থেকে মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার পর এলাকা ঘিরে রাখা হয়েছে ৷ তবে, ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মহিলার গলার নলি কাটা থাকায় পুলিশ একপ্রকার নিশ্চিত, ওই মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে । যদিও মহিলার উপর শারীরিক নির্যাতন হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।