/anm-bengali/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-1036-am-2025-08-16-10-08-54.png)
নিজস্ব প্রতিনিধি, জামুরিয়া: তালা বন্ধ ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জামুরিয়ায়। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত হিজলগড়া গ্রামে। জানা গেছে, বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি তার স্ত্রী সহ এক বছরের সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে হিজলগড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার এক বছরের সন্তানকে নিয়ে বাবা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে যেতে দেখলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সন্ধ্যে পর্যন্ত ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ ও স্থানীয়রা বাড়ির ভেতরে দেখেন খাটিয়ার নিচে কাপড় ঢাকা তার স্ত্রীর মৃতদেহ। এক বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ বাবা।
/anm-bengali/media/post_attachments/a633d65e-d03.png)
স্থানীয়রা জানিয়েছেন জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির এলাকার বাসিন্দা, বৈদ্যনাথ পাত্র তার স্ত্রীকে নিয়ে জামুড়িয়ার হিজলগড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। তাদের একটি এক বছরের সন্তানও রয়েছে। কিন্তু এদিন সকালে বৈদ্যনাথ তার এক বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়ির দরজায় তালা লাগিয়ে কোথাও বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। শেষ পর্যন্ত দেখা যায় তালা বন্দী ঘরের ভেতরে স্ত্রীর দেহ পড়ে রয়েছে। এক বছরের সন্তানকে নিয়ে খোঁজ নেই বৈদ্যনাথের। ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us