বেআইনি ব্রাউন সুগারসহ গ্রেফতার মহিলা

কোথা থেকে গ্রেফতার করা হল মহিলাকে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-18 at 8.48.07 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: বেআইনি ব্রাউন সুগারসহ বিহারের এক মহিলাকে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ আম বাজার এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ এই মহিলাকে গ্রেফতার করে। ধৃত মহিলার নাম হাজরা বেগম। বাড়ি বিহারের খাগরিয়া জেলার জামালপুরে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪১৫ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গেছে যে এই মহিলা কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগারগুলি। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Odisha: More than 1 kg brown sugar seized in Balasore; three detained