/anm-bengali/media/media_files/2025/08/17/screenshot-2025-08-171-pm-2025-08-17-15-44-40.png)
নিজস্ব প্রতিনিধি: আশ্রমের ভিতরেই মারধর, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম আশ্রম চত্বর, উভয়পক্ষই প্রশাসনের দ্বারস্থ। গণ্ডগোলের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই শুরু শোরগোল। এমনই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ভেয়েরবাজারে অবস্থিত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের চন্দ্রকোনা শাখায়। আশ্রম লাগোয়া বাড়ির এক মহিলা রুমা বারিকের অভিযোগ, তিনি ওই আশ্রমের এক ভক্ত তিনি কাল আশ্রমে যান তখন আশ্রনের এক সদস্য প্রশান্ত সেন তার উপর চড়াও হয় তাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ইতিমধ্যে আশ্রমের সদস্য প্রশান্ত সেনের বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রুমা দেবী। রুমার অভিযোগ, একজন মহিলার গায়ে কিভাবে হাত তুলতে পারে তাই তিনি প্রশাসনের দারস্থ হয়েছেন।
/anm-bengali/media/post_attachments/9edcece8-d71.png)
তার এও দাবি আশ্রমের কোচিং সেন্টারের দায়িত্বে ছিলেন তিনি। পাল্টা আশ্রমের সদস্য প্রশান্ত সেন সহ আশ্রমের কর্মকর্তারাও ওই মহিলার বিরুদ্ধে আশ্রমে ঢুকে ভিডিও তোলা ও বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন। আশ্রম পরিচালনায় নতুন কমিটি তৈরি হয়েছে। গতকাল আশ্রমে সেই নতুন কমিটির মিটিং চলছিল। অভিযোগ, আর সেসময় রুমা বারিক নামের ওই মহিলা আরও বেশকয়েকজনকে নিয়ে ঢুকে পড়ে মিটিং চলাকালীন, বিশৃঙ্খলা তৈরি করে এবং ভিডিও তোলার চেষ্টা করে। তারই প্রতিবাদ করলে এই ঘটনা ঘটে, তবে আশ্রমের সদস্য প্রশান্ত সেন মহিলার মোবাইল ফোনটি কেড়ে নেয় ,মারধরের ঘটনা আশ্রমের তরফে অস্বীকার করা হয়েছে। গতকাল আশ্রমে মারধরের ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায়, আশ্রমে পুলিশ পর্যন্ত যায় বলে জানা গেছে। গোটা ঘটনা নিয়ে উভয়পক্ষই গতকালই চন্দ্রকোনা থানার দ্বারস্থ হয়। অভিযোগ পাল্টা অভিযোগে চর্চায় চন্দ্রকোনার এই আশ্রম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us