West Bengal : বিদ্যুৎহীন ৪০ ঘন্টা! ব্যাপক ভোগান্তি, কী বলছেন স্থানীয়রা?

এক ঘন্টা নয়, ৫-৬ ঘন্টাও নয়, বিদ্যুৎহীন ৪০ ঘন্টা! এই গরমে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর।

author-image
Pallabi Sanyal
New Update
11

হরি ঘোষ, জামুড়িয়া: বিদ্যুৎহীন ৪০ ঘন্টা! চরম সমস্যায় জামুড়িয়ার কৃষ্ণনগর কোলিয়ারির আবাসিকরা। সবচেয়ে সমস্যায় পড়েছেন বয়স্ক ও শিশুর। গতকাল পথ অবরোধ করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

প্রসঙ্গত, গত পরশুদিন প্রচন্ড ঝড়-বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জামুড়িয়ার কৃষ্ণনগর কোলিয়ারি এলাকা। একাধিক বড় বড় গাছ ভেঙে পড়ে আবাসনের উপর। প্রচুর সংখ্যক বিদ্যুতের খুঁটি পড়ে যায়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি। যার ফলে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ হয় চরম সমস্যায় তারা। স্থানীয় আবাসিক বাবুসোনা মাজি, জয়ন্তী ব্যানার্জিরা জানান, গরমে জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। এই তীব্র গরমে  তারা বাড়িতে থাকতে পারছেন না। রাত্রে ঘুমাতে পারছেন না। বয়স্ক ও শিশুরা বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে বসে দিন কাটাচ্ছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।