/anm-bengali/media/media_files/2025/08/05/whatsapp-image-2025-08-05-at-131834-2025-08-05-16-44-47.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এলাকার পাঁচ গ্রামের শ্মশান যাওয়ার রাস্তা জঙ্গলে ভরে গিয়েছে। খালের জল, জঙ্গল পেরিয়ে যেতে হয় শ্মশানে। খালের ওপর ব্রিজের দাবী তুলেছে এলাকাবাসী। তবুও এখনও অবস্থা একই।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েতের অর্জুনী গ্রাম। এই অর্জুনীতেই রয়েছে ৫ গ্রামের একটি শ্মশান। কিন্তু বর্তমানে বর্ষার জন্য শ্মশানে যাওয়ার রাস্তায় জল জঙ্গলে ভরে গিয়েছে। তার মধ্যে মৃতদেহ কাঁধে নিয়ে দাহ করতে চলেছে এলাকাবাসী। সেই ছবি ধরা পড়েছে ইতিমধ্যেই।
এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় শ্মশানে যেতে গেলে একটি খাল পেরিয়ে যেতে হয়। যেখানে প্রয়োজন নেই সেখানে ব্রিজ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে পাঁচ গ্রামের শ্মশানে যাওয়ার ব্রিজ নেই। "জল জঙ্গল পেরিয়ে আমাদের যেতে হচ্ছে। অনেকেই জানিয়েছি কোনো লাভ হয়নি। আমরা চাই স্থায়ী ব্রিজ"।
/anm-bengali/media/post_attachments/9d53da4d-5ff.png)
এ বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল বলেন, "এই বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। যদি অভিযোগ আসে অবশ্যই দেখবো। কিংবা আমি প্রতিনিধি পাঠিয়ে খবর নেবো এবং সমস্যার সমাধানের চেষ্টা করবো"৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us